বেনাপোলে আটকে গেল ভারতে পাঠানো দুই ট্রাক ইলিশ




 আসন্ন দুর্গাপূজা উপলক্ষে অন্য বছরের মতো এবারও ভারতে যাচ্ছে ইলিশ। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে প্রথম চালানে ৮ মেট্রিক টন ইলিশ বেনাপোল বন্দরে পৌঁছালেও, কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন না হওয়ায় রাত ১১টা পর্যন্ত ভারত প্রবেশ করতে পারেনি।






বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ইলিশের ট্রাক ভারতে ঢুকতে পারে বলে জানিয়েছে রফতানিকারক প্রতিষ্ঠান ও মৎস্য কর্মকর্তারা।




বাণিজ্য মন্ত্রণালয় জানায়, আগামী ১৩ অক্টোবরের আগে ইলিশের রফতানি শেষ করতে হবে। এই ইলিশ প্রতি কেজি ১০ ইউএস ডলার, বাংলাদেশি টাকায় ১১৮০ টাকায় বিক্রি করা হচ্ছে।




জানা গেছে, কলকাতার মাছ আমদানিকারকদের সংগঠন ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন (এফআইএ) ৯ সেপ্টেম্বর পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রফতানির অনুমোদন চেয়ে আবেদন করে। পরবর্তীতে বিশেষ বিবেচনায় সরকার ভারতে ৩ হাজার টন ইলিশ রফতানির অনুমতি দেয়।




আরও পড়ুন







একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ