বিশ্বমঞ্চে বিশ্বনেতাদের সঙ্গে ড. ইউনূস

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সারা বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধানেরা অংশ নেন। তাঁদের অনেকের লক্ষ্য থাকে অধিবেশনের ফাঁকে ফাঁকে বিশ্বের গুরুত্বপূর্ণ রাষ্ট্রপ্রধান ও সংস্থাপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের। অনেক রাষ্ট্র এ বিষয়ে আগে-ভাগে কূটনৈতিক লবিংও করে থাকে। বিশ্বনেতাদের এ বিশ্বমঞ্চে এ বিষয়ে অগ্রগামী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস




শান্তিতে নোবেলজয়ী এ আন্তর্জাতিক ব্যক্তিত্ব সাধারণ অধিবেশনের প্রথম দিনই বিশ্বের সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ‘ওয়ান টু ওয়ান’ বৈঠকের কথা রয়েছে। শুধু তাই নয়, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনির সঙ্গেও বৈঠকের কথা রয়েছে তাঁর। এদিন তিনি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠকে বাংলাদেশে ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানের ইতিহাস তুলে ধরে রাজপথে ছাত্রদের আঁকা চিত্রকর্ম নিয়ে সংকলিত পুস্তিকা তুলে দেন। এ ছাড়া জাতিসংঘের প্রধান কার্যালয়ে এদিন অধ্যাপক ইউনূস মরিশাসের প্রেসিডেন্ট পৃত্থিরাজসিঙ রুপুন, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাংগা এবং জাতিসংঘের মানবাধিকার কমিশনের হাইকমিশনার ভলকার টার্ক প্রমুখ নেতাদের সঙ্গেও মতবিনিময় করেন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ